[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

৮৯

॥চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক, প্রথম সারিতে সাংবাদিক রোজিনা ইসলাম সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর নিঃশর্তে মুক্তি দাবিতে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে থানচি উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা।

শনিবার (২২ মে) বিকালে থানচি উপজেলা প্রেস ক্লাবের সামনে উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্তে মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

প্রতিবাদ মানববন্ধনে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হিমংপ্রু মারমা, নির্বাহী সদস্য চিংথোয়াই অং মারমা, নির্বাহী সদস্য মথি ত্রিপুরা ও নির্বাহী সদস্য কাইটাং খুমী উপস্থিত ছিলেন।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, সচিবালয়ে পেশাগত দায়িত পালনকালে একজন জ্যেষ্ঠ নারী সাংবাদিককে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা নজিরবিহীন ও ন্যক্কারজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই দুর্নীতির খবর প্রকাশ করে সাংবাদিক রোজিনা এ দেশের জনগণের উপকার করেছেন। সচিবালয়ের মতো একটি জায়গায় একজন সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহারের কারণে এ দেশের মানুষ উদ্বিগ্ন সেই চিত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। আগামীকাল রোববার সাজানো মামলায় জড়ানোর থেকে তাকে নিঃশর্তে মুক্তি দেয়ার দাবি জানান সাংবাদিকরা।