কাপ্তাইয়ে গাঁজাসহ কালাম মাষ্টার আটক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার জেটিঘাট নামক এলাকা হতে কাপ্তাই ফাঁড়ির পুলিশ ইনচার্জ পিযুষ কান্তি দাশ গোপন সংবাদের ভিত্তিত্বে আবুল কালাম মাষ্টার (৭৫)কে ত্রিশ পুড়িয়া (৭৫) গ্রাম গাঁজাসহ আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটককৃত আবুল কালাম মাষ্টার বিলাইছড়ি উপজেলার কেংড়াছরি বাসিন্দা বলে জানা গেছে। গত বুধবার (১২ মে) বিকালে জেটিঘাট এলাকা থেকে গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে আরোও জানা যায়, বৃদ্ব আবুল কালাম মাষ্টার দীর্ঘ দিন যাবৎ তার নিজ এলাকা কেংড়াছরি,ও কাপ্তাই সহ বিভিন্ন এলাকায় ব্যাগভর্তি করে গাঁজাসহ মাদক বিক্রিয় করে আসছে। তিনি উঠতি বয়সের যুবসমাজে মাদকাসক্তের পথে নিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীরা জানান।
এ বিষয়ে কেংড়াছরি ইউপি সদস্য মহর আলীর নিকট জানতে চাইলে তিনি ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমরাও তাকে অনেকবার মাদক বিক্রিয় নিষেধ করেছি বলে জানান।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন,এ বয়সে মাদক বিক্রিয় করা সাজেনা। বৃহস্পতিবার(১৩মে)মাদক আইনে মামলা করে সকাল ১০টায় রাঙ্গামাটি আদালতে চালান করা হয় বলে জানান।