[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

আইমাছড়া ইউনিয়নে ঈদ উপহার পেল ৪শত ৪০ পরিবার

৬৭

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রায়মড়ামাটির বরকল উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে জিআর ক্যাশ বরাদ্দকৃত অর্থ(২০২০-২১অর্থবছর)বিভিন্ন ওয়ার্ডে অতি দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১মে) সকালে আইমাছড়া ইউপি কার্যালয়ে এসব জি.াআর ক্যাশ বরাদ্দকৃত নগদ অর্থ প্রদান করেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা।তারমধ্য আইমাছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৫২ জন,২নং ওয়ার্ডে ৫৪ জন, ৩নং ওয়ার্ডে ৩৫জন, ৪নং ওয়ার্ডে ৩৬জন, ৫নং ওয়ার্ডে ৩৮জন, ৬নং ওয়ার্ডে ৩৫ জন, ৭নং ওয়ার্ডে ৬৪জন, ৮নং ওয়ার্ডে ৬৩ জন ও ৯নং ওয়ার্ডে ৬৩ জন মোট ৪শ ৪০ জনকে প্রতিজন ৪শ ৫০ টাকা করে ১লক্ষ ৯৮ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রুশো খীসা এর তত্বাবধানে সাক্রাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবেশ ধন চাকমা, আইমাছড়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রওশান আরা, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের সদস্য ভগনীসেন চাকমা,৪নং ওয়ার্ডের সদস্য কালি কুমার চাকমা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শুভ মালা চাকমা,৫নং ওয়ার্ডের সদস্য মঙ্গলেশ্বর চাকমা,৭নং ওয়ার্ডের সদস্য করুনা লাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।