কর্মহীন-অসহায় পরিবারের পাশে মানিকছড়ি গ্র্যাজুয়েট ফোরাম
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
চলমান লকডাউন ও সরকারি বিভিন্ন বিধিনিষেধ মানতে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর অসংখ্য খেঁটে খাওয়া মানুষ। কর্মহীন ও দুস্থ এসব পরিবারের মানবেতর জীবনযাপনের কথা চিন্তা করে ও আসন্ন ঈদ উপলক্ষে তাদের পাশে দাড়িয়েছেন মানিকছড়ি গ্র্যাজুয়েট ফোরাম।
সোমবার (১০ মে) সকাল ১১টায় মানিকছড়ি প্রেসক্লাব কক্ষে প্রায় অর্ধ্ব শতাধিক পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী তুলেদেন গ্র্যাজুয়েট ফোরাম’র উপদেষ্টা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম. এ জব্বার। এসময় কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রীর, চাউল, চিনি, সেমাই, দুধ, নারিকেল, কিসমিচ, তৈল, নুডলস ইত্যাদি তুলে দেন।
এ সময় গ্র্যাজুয়েট ফোরাম’র সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মান্নান, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ও গ্র্যাজুয়েট ফোরাম’র অর্থ সম্পাদক অমর দত্ত, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ও গ্র্যাজুয়েট ফোরাম’র যুগ্ন-সম্পাদক মোঃ রমজান আলী, দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ ইসমাইল হোসেনসহ অন্যান্য সদসরা উপস্থিত ছিলেন।