॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারায় উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা সহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার (৯ মে) সকালে হাফছড়ির আকবরের দোকান থেকে তাদেরকে আটক করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে। আটকরা হলো উক্যজাই মারমা (২২)রামগড় উপজেলার কালাপানি তবলা পাড়া এলাকার অংথোয়াউ মারমার ছেলে এবং মংক্যাচিং মগ (২৩)রামগড় চৌধুরী পাড়া এলাকার রেম্রা মগের ছেলে।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী সূত্র আরোও জানা গেছে,সকাল ১১টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ির আকবরের দোকান এলাকায় গাঁজা বিক্রির জন্য দুজন লোক অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জাহিদুন্নবী চৌধুরীর নেতৃতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম গাজাসহ উক্যজাই মারমা ও মংক্যাচিং মগকে আটক করে।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন আটক কৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গুইমারা থানায় মামলা হয়েছে।