রোয়াংছড়ি ইউনিয়নের প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ১৮৭৩ পরিবার
॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
ভিজিএফ কর্মসূচির আওতায় বান্দরবান জেলার রোয়াংছড়ি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার পেলেন ১৮৭৩ টি অসহায় ও দু:স্থ পরিবার। বৃহস্পতিবার (৬ মে) সকালে রোয়াংছড়ি হাইস্কুল মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত নগদ অর্থ ১৮৭৩ টি পরিবারের হাতে তুলে দেন রোয়াংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান চহ্লামং মারমা সভাপত্বিতে রোয়াংছড়ি ইউনিয়ন ত্যাগ অফিসার ও উপজেলা ভিডিপি আনসার কর্মকর্তা মোঃ তানজিত আহমেদ।
এসময় ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন রোয়াংছড়ি ইউনিয়নের সর্বমোট ১৮৭৩ টি অসহায় দুঃস্থ পরিবারকে ওয়ার্ড অনুযায়ী বিভাজন করে ০৬ মে বৃহস্পতিবার থেকে ১,২,৩নং ওয়ার্ডের বিতরণের অব্যাহত রেখেছি। সংশিষ্ট ওয়ার্ড মেম্বারের তালিকার মাধ্যমে বিভাজন করেছি। প্রত্যাক জনের ৪৫০ টাকা হাড়ে সবর্মোট ৮ লক্ষ ৪২ হাজার ৮ শত ৫০ টাকা।
করোনাকালীন সময়ের প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জনগণের কাছে পৌছে সুফলভোগীরা আনন্দ পেয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড মেম্বার উহ্লাসিং মারমা, ২নং ওয়ার্ড মেম্বার অংসিংনু মারমা, ৩নং ওয়ার্ড মেম্বার গান্ডিলাল তঞ্চঙ্গ্যা, রেড ক্রিসেন্ট সোয়াইটি কর্মীবৃন্দসহ প্রমুখ