রাজস্থলীতে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক
॥ মোঃ আজগর আলী খান,রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ গুলিসহ উথোয়াইচিং মারমা নামে এক জেএসএস কর্মীকে আটক করা হয়েছে বাঙ্গালহালিয়া সাব জোন সেনাবাহিনীর একটি টহল টিম।
সোমবার (৩ মে) রাত ১২টার সময় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক উথোয়াইচিং মারমা রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া মৃত ফুথইচিং মারমার ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, আটক উথোয়াইচিং মারমা পার্বত্য চট্টগ্রাম জনসহংতি সমিতি (জেএসএস) মূল দলের সক্রিয় সদস্য এবং কালেক্টর হিসেবে নিয়োজিত। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানা ওসি মফজল আহমদ খান জানান, সেনাবাহিনী অস্ত্রসহ একজন আসামি ধরছে বলে শুনেছি, থানায় হস্তান্তরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।