পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অথ্যায়নে বান্দরবানে শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান শুরু
॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অথ্যায়নে বান্দরবানের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (২ মে) সকালে পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসে শিক্ষার্থীদের হাতে বৃত্তি নগদ টাকা তুলে দেন পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের প্রকল্প পরিচালক আবদুল আজিজ ও ইউনিট অফিসার নিবাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত।
উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে কলেজ পর্যায়ে ৩১৮ ও বিশ^বিদ্যালয় পর্যায়ে ৩৯২জনসহ মোট ৭১০জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। এর মধ্যে বান্দরবান সদরে ১৬৫ জন কলেজ ও ১৯১জন বিশ^বিদ্যালয়, লামা উপজেলায় ৩৭জন কলেজ, ৩৮জন বিশ^বিদ্যালয়, আলীকদম উপজেলায় ১৭জন কলেজ ও ৩২জন বিশ^বিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি উপজেলায় কলেজ ১৬জন ও বিশ^বিদ্যালয়ে ২৬, রুমা উপজেলায় কলেজ পর্যায়ে ১৮ ও বিশ^বিদ্যালয় পর্যায়ে ৪৯, থানচি কলেজ পর্যায়ে ১২ ও বিশ^বিদ্যালয় ২৩ এবং রোয়াংছড়ি উপজেলায় কলেজে ৫৩ ও বিশ^বিদ্যালয়ে ৫১জন।
বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত জানান,প্রতি বছর শিক্ষাবৃত্তির চেক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বিতরণ করা হলেও এবার করোনা মহামারীর কারণে সেভাবে আয়োজন করা যাচ্ছে না।
তিনি আরো বলেন, রবিবার সকালে রোয়াংছড়ি উপজেলা দিয়ে উপবৃত্তির টাকা বিতরন শুরু হয়েছে, এবং ৩ মে বান্দরবান সদর ও ৪ মে (বিশ^বিদ্যালয় পর্যায়), ৫ মে লামা ও আলীকদম এবং ৬ মে নাইক্ষ্যংছড়ি, থানচি ও রুমা উপজেলার শিক্ষার্থীদের মাঝে বান্দরবান ইউনিট অফিসে চেক বিতরণ করা হবে।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরে উন্নয়ন বোর্ড বান্দরবান জেলায় কলেজ পর্যায়ে ৩১৬ জন ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০৯ জনসহ মোট ৭২৫ জন মেধাবী শির্ক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছিল।