বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের তিনটি বৌদ্ধ বিহার পরিদর্শন করেন,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা।
শনিবার (০১ মে) সকালে বন্দুকভাঙ্গা ইউনিয়নের হ্যারিক্ষণ এলাকার শাক্য বন বিহার,ধামাইছড়া এলাকার পুরীচুগ বন বিহার এবং শৈলেশ্বরী মূখ এলাকার পুষ্প বন বিহার সহ মোট তিনটি বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এসময় তিনি বৌদ্ধ বিহার সংস্কারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর উপজেলার সাধারণ সম্পাদক সুকুময় চাকমা, সাংগঠনিক সম্পাদক নতুন ত্রিপুরা,বন্দুকভাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক ত্রিতোষ চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন, পুরীচুগ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রসন্ন কুমার চাকমা, পুষ্প বন বিহার পরিচালনা কমিটির সভাপতি শান্তি রঞ্জন চাকমা সহ বিহারগুলোর নেতৃবৃন্দ।