সুবলং ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেল ৫শত দরিদ্র ও দুঃস্থ পরিবার
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সুবলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র রমজান-২০২১ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ৫শত দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে সাহার্য্যেতে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে সুবলং ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসব নগদ অর্থ বিতরণ করা হয়।এসময় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিজন ৫শ টাকা করে মোট ৫শত পরিবারকে ২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলার নবাগত নির্বাহী অফিসার জুয়েল রানা।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা প্রিয় রতন চাকমা,সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুব্রত চৌধুরী, সুবলং ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।