[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লংগদুতে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভারাঙ্গামাটির লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে মতবিনিময় সভামানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দরাবিপ্রবির শিক্ষক সংকট অনেকটাই নিরসন হয়েছে: ভাইস চ্যান্সেলররাঙ্গামাটিতে ব্যবসায়ীর ত্রি-খণ্ডিত লাশ উদ্ধার, ঘাতক স্বামী-স্ত্রী ফেফতারবান্দরবানের লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুনবান্দরবানে রাতের অন্ধকারে জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুরআলীকদমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণবান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি সহ ৩ জনের মৃত্যু, আহত-৭দীঘিনালায় উদ্ধার করা ময়না ও টিয়া পাখি বনে অবমুক্ত
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ

৭২

॥আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

আলীকদম উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমান কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর আলীকদম সেনাজোনের জেসিও ইকরাম ও জোনের আওতাধীন ২৬ কিলো সেনা চেক পোস্টের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ কাঠ জব্দ করে।

আলীকদম সেনা জোনের জেসিও ইকরাম জানান, অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন উজাড় করে প্রতিনিয়ত সমতলে এসব কাঠ পাচার করে আসছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে এমন সংবাদের ভিত্তিতে সেনাসদস্যদের টীম নিয়ে ২৬ কিলোর উন্ডিপাড়া এলাকা থেকে এক কিলোমিটার ভিতরে অভিযান চালিয়ে মোট ১০টি স্থান থেকে আনুমানিক ২ হাজার ঘনফুট (২৫৪ টুকরা) অবৈধ কাঠ জব্দ করি। আমরা এর আনুমানিক মূল্য প্রায় ২৫-৩০ লক্ষ টাকা হবে বলে ধারণা করছি। জব্দকৃত কাঠগুলো লামা বনবিভাগের তৈনরেঞ্জকে হস্থান্তর করা হয়েছে।

সেনাসুত্রে জানা যায় জব্দকৃত অবৈধ কাঠগুলো মোঃ আমান মিয়ার বলে জানা যায়, তার বাড়ি চট্টগাম জেলার লোহাগাড়া উপজেলায় । তিনি আরোও বলেন সেনাজোনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ব্যাপারে লামা বন বিভাগের আওতাধীন তৈনরেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন ও মোঃ মিনার চৌধুরী সাথে মোটোফোনে যোগাযোগা করা হলে তিনি জানান, জব্দকৃত কাঠের পরিমান আনুমানিক ১৫’শ ঘনফুট হতে পারে। যার অধিকাংশই বানর হোলা ও বাজে কাঠ, অল্প কিছু গর্জন ও গামারী কাঠ রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা হবে।

তিনি আরো বলেন, যেখান থেকে কাঠগুলি জব্দ করা হয়েছে সেই জায়গাটি ৩৬২ নং থানছি মৌজার। অবৈধ কাঠগুলি আলীকদম সেনাজোনের পক্ষ থেকে জব্দ করে আমাদের কাছে হস্থান্তর করেছে, এলাকাটি আমাদের আওতায় না হলেও আমরা জোনের অনুরোধে দূর্গম পাহাড় থেকে কাঠগুলি রেঞ্জ অফিসে আনার চেষ্টা করছি। তবে জায়গাটি গহীন হওয়াতে পরিবহন সমস্যার কারনে জটিলতা দেখা দিতে পারে বলে এসময় জানান।