আলীকদমে জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ
॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় দূঃস্থ,দরিদ্র ও কর্মহীন অসহায় পরিবাররকে পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর বিশেষ উপহার, ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা পষিদ সদস্য দুংড়িমং মার্মা।
বৃহস্পতিবার (২৯এপ্রিল) সকালে বাংলাদেশ আওয়ামীলীগ ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের দলীয় কার্যালয়ের সামনে ত্রাণ সামগ্রী বিতরনের মাধ্যমে ৪ ইউপির ত্রাণ বিতরণ কার্যক্রম আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরঞ্জন বড়ুয়া, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান,মিজবাহ উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা বলেন, পার্বত্য মন্ত্রীর নির্দেশনায় ও জেলা পরিষদের চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে আলীকদমের চার ইউপির মোট ১৪ শত ৪০ পরিবারকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীতে চাউল ১০ কেজি, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, কোন অসহায় কর্মহীন পরিবারে খাদ্যের অভাব থাকবে না।তিনি আরো বলেন, আপনার সরকারে ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলবেন,নিয়মিত মাস্ক পরবেন,সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকলে অনুরোধ করেন।