বান্দরবানে করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে করোনায় আক্রান্ত হয়ে মোঃ হাসান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মোঃ হাসান শহরের ক্যাচিংঘাটার বাসিন্দা মৃত আবছার এর ছেলে। সে পেশায় একজন টমটম চালক।
জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় খেয়ে সবাই ঘুমাতে যায়। হঠাৎ হাসানের জ¦র জ¦র ভাব লাগলে সে তার মাকে বিষয়টি বলে এবং নিকটস্থ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর হাসানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাতেই হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই করোনা উপসর্গ নিয়ে হাসান মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে হাসান এর মামা মোঃ আনিস বলেন, হাসান আমার ভাগিনা। তার পূর্বে কোন ধরনের রোগ ছিল না। হঠাৎ তার জ¦র ও বুক ব্যাথা হওয়ায় তাকে আমরা বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ডাক্তারের পরামর্শ মতে রাতে তাকে চট্টগ্রামে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ বিষয়ে বান্দরবান সিভিল সার্জন অংশৈপ্রু মার্মা জানান, সোমবার সন্ধ্যায় তাকে বান্দরবান সদর হাসপাতালে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় মোঃ হাসানকে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে প্রেরন করা হয়। পরে সেইখানে তিনি মৃত্যুবরন করেন। করোনা ভাইরাসে মৃত্যু শুনে আশেপাশে বাড়ি গুলোকে লকডাউন জাড়ি করেছে উপজেলা প্রশাসন। তিনি আরোও বলেন বান্দরবান জেলায় মোট মৃত্যু হয়েছে ৫ জন ।