মানিকছড়িতে ১০ লিটার মদ ও মদ তৈরীর উপকরণসহ আটক ৮
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়িতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ৭০ কেজি মদ তৈরীর উপকরণসহ (ওয়াশ) ৮ জনকে আটক করেছে।
সোমবার (২৬ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার মোঃ শফির ও মানিকছড়ি থানার এসআই আক্কাস আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মানিকছড়ি উপজেলা সদর রাজপাড়াস্থ মাদক ব্যবসায়ী লাফঅং মারমার বাড়ীতে মদ্যপান অবস্থারত লাফঅং মারমা (২৭), পিতা- তানিমং মারমা, মোঃ বাবুল (২৪), পিতা- আব্দুল মতিন, সারোয়ার আলম প্রকাশ মনু (৪০), পিতা- মৃত. বাদশা মিয়া, মোঃ সুমন মিয়া (২৬), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী (৪৪), পিতা- মৃত. হারুন মিয়া, সর্ব থানা- মানিকছড়ি, জেলা খাগড়াছড়ি এবং মোঃ নয়ন (২৮), পিতা- মহি উদ্দিন, মোঃ আঃ শুক্কুর (২৩), পিতা- মৃত. আব্দুল মান্নান, উভয় থানা- জোড়াগঞ্জ, জেলা- চট্টগ্রাম ও মোঃ ইমরান (২৫), পিতা- মোঃ ফজলুল হক, থানা- লাল মোহন, জেলা- ভোলা’কে আটক করা হয়। এসময় আটকৃতদের নিকট হতে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক ব্যবসায়ী লাফঅং মারমার ঘর হতে ৭০ কেজি মদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০ লিটার মদ ও মদ তৈরীর বিভিন্ন উপকরণসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।