বরকলে ৪৫ বিজিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ, অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকল উপজেলায় ৪৫ বিজিবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা পরিস্থিতি মোকাবিলায় ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ, অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে বিজিবি ক্যান্টিনের মাঠ প্রাঙ্গণে ৩০জন দুস্থ, অসহায় পরিবারকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন বরকল ৪৫ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ শামিম আল আজাদ।
ত্রাণ সামগ্রীর মধ্যে চাল ৫ কেজি,আটা ২কেজি,ডাল ২ কেজি,তৈল ৫০০ গ্রাম,লবণ ১ কেজি,চিনি ১ কেজি,ছোলা ১ কেজি প্রতি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
এসময় বরকল ৪৫ বিজিবি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।