[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় কৃষকের ধান কেটে ঘরের তুলে দিল যুবলীগ

৪৫

॥ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় কোভিড-১৯ পরিস্থিতিতে সর্বত্বক লকডাউনে দরিদ্র এক কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার(২৭এপ্রিল) সকালে উপজেলার ছোট মেরুং এলাকায় কৃষক নুরুল আলম’র ৮০শতক জমির ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন।

এ সময় ধান কাটায় অংশ নেয় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর মিয়া, মেরুং ইউনিয়ন (উত্তর) যুবলীগের সভাপতি মোহাম্মদ সুফিয়ান, মেরুং ইউনিয়ন (দক্ষিণ) যুবলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

কৃষক নুরুল আলম বলেন, করােনা পরিস্থিতিতে আমার ২ কানি (৮০ শতক) জমির ধান কেটে দিতে সাহায্যের হাত বাড়িয়েছে যুবলীগের নেতৃবৃন্দ। দারিদ্রতায় অর্থ সংকট ও তীব্র রৌদে ধান কাটাতে পারছিলাম না। এমন সময় পাশে এসে দাঁড়ালেন তারা। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে মহামারির ক্রান্তিলগ্নে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।