রোয়াংছড়িতে ২১তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী পালন
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানে রোয়াংছড়িতে বাংলাদেশ কমিউনিটি ক্লিনিকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। (২৬এপ্রিল) সোমবার সকালে সরকারের ঘোষিত তৃণমূল পযার্য়ের জনসেবা চিকিৎসার জন্য সরাসরি জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবায় প্রদানের প্রতিটি পুরাতন ওয়ার্ড অনুযায়ী কমিউনিটি ক্লিনিকের ২১তম প্রতিষ্ঠাতা পালন করেছেন।
সারাদেশের ন্যায় রোয়াংছড়ি জামাচন্দ্র পাড়া কমিউনিটি ক্লিনিক নিয়োজিত সিএইচসিপি অনন্তকুমার তঞ্চঙ্গ্যা সভাপতিত্বের প্রধান অতিথি উপস্থিত ছিলেন জামাচন্দ্র কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও ৮নং ওয়ার্ড মেম্বার মুক্তা কুমার তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি ছিলেন জামাচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাইমং মারমা, পাড়ার কারবারী, সিজি এবং সিএসজি গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।