হেফাজতের পক্ষে ফেসুবুকে স্ট্যাটাস দেয়ায় যুবলীগ নেতা বহিষ্কার
॥ নিজস্ব প্রতিবেদক॥
হেফাজতের পক্ষে ফেুসবুকে স্ট্যাটাস দেয়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলার ৪নং বগাচতর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন মিন্টুকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও দলের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে লংগদু উপজেলা যুবলীগ।
রবিবার (২৫এপ্রিল) বাংলাদেশ আওয়ামী যুবলীগ লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর ছিদ্দিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আমির হোসেনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে হেফাজত ও জামায়াত ইসলামীর পক্ষে মোবাইল ফোনের মাধ্যমে ফেইসবুকে বিভিন্ন মন্তব্য ও দলের বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস প্রদান করায় দলের গঠনতন্ত্রের (ক) এর-২২ ধারা মোতাবেক ৪নং বগাচতর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন (মিন্টু)কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সু-সংগঠিত দল। তাই সকলকে দলের আদর্শ এবং দলের শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।#