কাল থেকে টিকার প্রথম ডোজ বন্ধ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে প্রথম ডোজ করোনাভাইরাসের টিকা প্রদান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ভারত টিকা রপ্তানি বন্ধ রাখায় বাংলাদেশে টিকার মজুদ কমে আসছে। চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে টিকা আসার কথা ছিল। কিন্তু গত দুই মাসে কোনও চালান আসেনি। কবে নাগাদ টিকার চালান আসতে পারে, তা কেউ বলতে পারছে না।
এর আগে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম
জানিয়েছিলেন মে মাসের প্রথম সপ্তাহে দেশে ২১ লাখ ডোজ টিকা আসবে বলে তারা প্রত্যাশা করছেন।
তবে আজ রবিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, আপাতত ভারত থেকে বাংলাদেশ টিকা পাচ্ছে না।
সূত্র বাংলা ওয়েভ