দীঘিনালায় কর্মহীনদের মাঝে সহায়তা প্রদান শুরু
॥ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় কোভিড-১৯ ২য় ধাপ সংক্রমন রোধে চলমান সরকারি সর্বাত্বক বিধি-নিষেধের কারণে কর্মহীন হওয়া ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার( ২২ এপ্রিল) সকালে উপজেলার কালাচাঁদ মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মহীনদের মাঝে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইনুদ্দীন প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, দীঘিনালা উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫০০ জন করে উপজেলায় মোট ২৫০০ জন কর্মহীন ও দুঃস্থ ব্যক্তির তালিকা প্রনয়ণ করে জনপ্রতি ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।