[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভাবান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পরদীঘিনালা ৭ বিজিবি’র গেইট এখন বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণকাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতারাঙ্গামাটি বধির বিদ্যালয়ে ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাম্বুটান ফল চাষে সম্ভাবনার নতুন দিগন্তখাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪জাতীয় সমাবেশকে সফল করতে গুইমারা উপজেলা জামায়াতের মিছিলবান্দরবানের লামায় শহীদ জুলাই দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রুমায় ১ জনের উপর ফের ভাল্লুকে থাবা

১৩২

॥ আকাশ মার্মা মংসিং বান্দরবান ॥

বান্দরবানে রুমা উপজেলায় ভাল্লুক আক্রমনে একজন আহত হয়েছে। আহত নাম হল ক্রংতং ম্রো (৩৫)। তিনি ৪নং গেলেঙ্গ্যা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আবু পাড়া বাসিন্দা। মঙ্গলবার(২০এপ্রিল) বিকালে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ৮ নং ওয়ার্ডের মেম্বার শৈহ্লামং মার্মা জানান, দুপুরে ভাত খাওয়া শেষ করে জুমে বাগানে কাজ করতে গিয়েছিলেন। জুমে কাজ শেষে সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরে আসার সময় রাস্তা পাশে এক ভাল্লুকে দেখতে পায়। ক্রংতং (৩৫) ম্রো পালানো চেষ্টার করলে ভাল্লুক তার উপর নক দিয়ে ইচ্ছে মত আচড়ে ও কামর দিতে থাকে। পরে চিৎকার করলে এলাকায় লোকজন এসে তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে যায়।

এইদিকে ৪নং গেলেঙ্যা ইউনিয়নে চেয়ারম্যান শৈউসাই মার্মা জানান, ভাল্লুকে আক্রমনে শোনার মাত্র সদর হাসপাতালে এম্বুলেন্স ফোন করে দ্রুত আসার জন্য বলেছি। আহত ব্যক্তিকে গ্রামে পরিদর্শন যাওয়া পর দেখা যায় খুব আচ্ছন্ন ভাবে আক্রমন করেছে। পরে রাত ৮ টা দিকে আহত ব্যক্তিকে এম্বুলেন্স করে দ্রুত ‘বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এইদিকে বান্দরবান সদর হাসপাতালে পৌছে জরুরী বিভাগে নেওয়ার পর আশঙ্কা অবস্থা হওয়াই তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসরা। বান্দরবন সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নয়ন কান্তি দাশ জানান, তার অবস্তা আশঙ্কাজনক। দ্রুত উন্নতি চিকিৎসা জন্য আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গেল কয়েক মাসে ব্যবধানে ভাল্লুকে আক্রমনে মোট আহত হয়েছে ৬ জন। আহতরা হলো রোয়াংছড়ি, রুমা,থানচি উপজেকা বাসিন্দা ।