রাঙ্গামাটিতে ফল বোঝাই ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে ফল বোঝাই ট্রাক পাাহাড়ের খাদে পড়ে চালক মোঃ সবুজ হোসেনর (২৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার পিয়াস উদ্দিন (২৪) ও আরোহী রতন দে (৪৫) নামের দু’ব্যক্তি আহত হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) সকালে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ফল বোঝাই করে একটি ট্রাক রাঙ্গামাটি শহরে আসছিলো। ট্রাকটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় আসলে আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে চালক নিহত হন এবং আরো দুই জন আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহত চালকের বাড়ি রাঙ্গামাটি রির্জাভ বাজার এলাকায়,আহত হেলপারের বাড়ি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এবং আহত রতন দে’র বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।