বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটায় প্রশাসন অভিযানে আটক- ১
॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার ছত্রছায়ায় পাহাড় কাটার মহোৎসবে মেতেছে পাহাড় খেকোরা।
রোয়াংছড়ি উপজেলার রামজাদী এলাকায় চাষাবাদের কয়েক একর জমি ভরাটের জন্য ১৫ লাখ টাকার মৌখিক চুক্তিতে সদরের আজুগুহা এলাকায় পাহাড় কাটার প্রতিযোগীতায় নেমেছে কয়েকটি পাহাড় খেকো চক্র। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কালাঘাটার বাসিন্দার মোহাম্মদ ইয়াছিন এবং রহিম।
রবিবার (১৮ এপ্রিল) দুপুরে গনমাধ্যম কর্মীদের তথ্যের ভিত্তিতে প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করেন।
এসময় পাহাড় কাটার অপরাধে মোঃ ইয়াছিন’কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, পাহাড় কাটা আইনগত অপরাধ। পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজন’কে জরিমানা করেছে। পাহাড় কাটার বিরুদ্ধে স্বোচ্ছার রয়েছে প্রশাসন। অভিযোগ পেলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।