বরকলে লকডাউন অব্যহত রাখতে কঠোর অবস্থানে বরকল থানা পুলিশ
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে সরকারের ঘোষিত লকডাউন অব্যহত রাখতে এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় ১ম দিন থেকে ৫ম দিন পর্যন্ত বিভিন্ন এলাকায় কঠোর অবস্থান অব্যাহত রেখেছে বরকল মডেল থানা পুলিশ।
রবিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে।
এসময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বাজারে ঔষধের দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ছাড়া খাবারের হোটেল ও অন্যান্য দোকানপাট বন্ধ রাখা হয়েছে।একইসাথে বরকলে নৌ চলাচল বন্ধ করা হয় এবং ভূষণছড়া ও আইমাছড়া ইউনিয়নে কয়েকটি সড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ রেখে লকডাউন বাস্তবায়ন করেছে বরকল থানা পুলিশ।
এছাড়াও অফিসের জরুরি কাজে এবং ঔষধপত্র,কাঁচামাল আনার জন্য নৌ-পথে সীমিত সংখ্যক ছোট নৌ চলাচল চালু রাখা হয়েছে। আর বরকল থানা পুলিশ সদস্যদের টহল অব্যাহত রাখায় বাজারে জনসমাগম নেই বললেই চলে।
এদিকে, মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা মূলক প্রচারনা ও বিনামূল্যে মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে বরকল মডেল থানা পুলিশ।