থানচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৫
॥ আকাশ মার্মা মংসিং বান্দরবান ॥
বান্দরবানে থানচি উপজেলায় দুর্গম পাহাড়ে জীবন নগরস্থ কলাই পাড়া এলাকায় এম্বুলেন্স উল্টে গিয়ে ড্রাইভারসহ ৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তি থানচি রেমাক্রি ইউনিয়নে ১নং পাড়া বাসিন্দা মালিনী ত্রিপুরা ।
রবিবার(১৮ এপ্রিল) সকালে মোড়ের বাঁক ঘুরানো সময় কলাই পাড়া গ্রামে নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎত কিডনী রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে সকালে চট্টগ্রাম হতে থানছি রেমাক্রী নিজ গ্রামের দিকে উদ্দেশে রওনা হয়। পরে এম্বুলেন্স গাড়িটি মোড়ে বাঁক ঘুড়ানো সময় কলাই পাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। পরে এম্বুলেন্স গাড়িটি উল্টে গেলে ড্রাইভার সহ ৫ জন গুরুত্বে আহত হয়। স্থানীয় সহায়তায় আহত ব্যাক্তিদের থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।