[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় সবজি দাম দ্বিগুন বেড়েছে

৩১

॥ সোহেল রানা দীঘিনালা ॥
রমজান ও ৭দিনের লকডাউনকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালায় শাক-সবজি দাম প্রায় দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিভিন্ন বাজারের ভিন্ন ভিন্ন দামে বেঁচা কিনা হচ্ছে।

শনিবার(১৭এপ্রিল) সরেজমিনে বাজার বোয়াখালী নতুন বাজার পরিদর্শন করে তথ্য পাওয়া যায় রমজানে প্রধান প্রাধান উপকরন যেমন শসা কেজি ৫০-৬০টাকা, লেবু ১হালি ৪০-৬০টাকা, করলা কেজি ৫০-৬০টাকা, স্থানীয় কলা দামও বেড়েছে অনেকটা। তবে গত সপ্তাহে চেয়ে গ্রায় দ্বিগুন বেছে।
শাক সবজির দাম বেড়ে যাওয়া কারন জানতে চাইলে খুরচরা শাক-সবজি ব্যবসায়ী আলী আজগর বলেন, শাক-সবজির উৎপাদন ভাল তবে পরিবহন ও ব্যবসায়ীক সিন্ডিকেট এর কারন একই জিনিস বিভিন্ন বাজারের ভিন্ন ভিন্ন দামে বোয়ালখালী বাজারের শসা বিক্রি হচ্ছে ৩০-৪০টাকা কেজি আর কবাখালী বাজারের বিক্রি হচ্ছে ৫০-৬০টাকা কেজি। বিশেষ করে প্রতিটি শাক-সবজি এবাবেই বিক্রি হচ্ছে তবে বাজার নিয়ন্ত্রন করা খুব জরুরী।

বাজার খরচ করতে এসে মোঃ মাইনুল ইসলাম বলেন, লকডাউন আর রমজানের আমরা সাধারন মানুষের চলতে কষ্ট হয়ে যাচ্ছে। শাক-সবজির দাম দ্বিগুন বেড়ে গেছে। বাজার নিয়ন্ত্রন করা অব্যশই দরকার।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, বাজার কমিটির সাথে কথা বলে বাজারের ব্যবসায়ীদেকে অতিরিক্ত মূনাফা না নেয়ার জন্য সচেতনতা করতে হবে। যাতে করে জিনিস পত্রের দাম ক্রেতার নাগালে থাকে।