কাপ্তাইয়ে ১শ’টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষনের চেষ্টাঃ ধর্ষক আরিফ পলাতক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার শিল্প এলাকার সেরেং কলোনীতে ৫বছরের এক শিশুকন্যাকে একশত টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ।
বৃহস্পতিবার (১৫এপ্রিল) রাত শাড়ে আটটায় ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে একই কলোনীতে বসবাসরত আলমগির হোসেন এর ছেলে মোঃ আরিফ হোসেন (১৮) ।
শিশুর মা অভিযোগ করেন আমি এবং আমার স্বামী রাতে তারাবীর নামাজ পড়তে গেলে এক পর্যায়ে আরিফ আমার শিশুকন্যকে একশত টাকার প্রলোভন দেখিয়ে পাশের ঘরে নিয়ে প্যান্ট খুলে ধর্ষনের চেষ্টা করে। পাশের ঘর হতে মেয়ের চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে মেয়ের এ অবস্থা দেখি। এসময় ধর্ষক আমাকে দেখে আমাকে ধাক্কামেরে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, গত নয়দিন পূর্বে আমার মেয়েকে উক্ত যুবক ধর্ষনের চেষ্টা করে। আমার মেয়েকে ধর্ষনের চেষ্টা করার অভিযোগ শুক্রবার (১৬এপ্রিল) কাপ্তাই থানায় গিয়ে শিশু ধর্ষের মামলা করি।
এদিকে এলাকার ভুক্তভোগী অনেকই অভিযোগ করেন ধর্ষকের বড় ভাই আকাশ সেও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় পাঁচ দিন পূর্বে পুলিশের হাতে আটক হয়ে রাঙ্গামাটি আদালতে হাজতবাস করতেছে। ধর্ষকের মা ও বাবা বিভিন্ন মামলায় আসামি হয়ে পলাতক রয়েছে বলে এলাকার ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম জানান।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, শিশুকে একশত টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষনের চেষ্টা করায় কাপ্তাই থানায় নারী ও শিশু ধর্ষনের মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে আমরা তাকে আটক করার চেষ্টা করছি বলে উল্লেখ করেন।