[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

সাধন জীবনে বৌদ্ধ-হিন্দু-মুসলিম-খ্রীষ্টানদের প্রতিও কৃতজ্ঞ

ড. এফ দীপংকর মহাথের আগামী ২৩ এপ্রিল বান্দরবান ফিরছেন

১৪০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পূজনীয় আর্য্য শ্রাবক সাধনানন্দ মাহস্থবীর বনভান্তের একমাত্র অনুসারী দেব মানব পুজ্য অরণ্য বিহারী,শ্মশানচারী, ত্রি-চীবরধারী পাংশুকুলিক ধূতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মাহাথের আগামী ২৩ এপ্রিল বান্দরবানস্থ আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারে ফিরছেন। দীর্ঘ ৭৩ দিন ধর্মীয় সফর শেষ করে তিনি বিলাইছড়ির ধুপশীলস্থ ‘ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র’ থেকে বান্দরবান ফিরে যাচ্ছেন বলে বিহার পরিচালনার উপাসক-উপাসিকা এবং সেবক-সেবিকাবৃন্দ তাঁর ফিরে যাওয়ার বিষয়টি বৃহস্পতিবার (১৫এপ্রিল) নিশ্চিত করেছেন।

‘ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র’ উপাসক-উপাসিকা ও সেবক-সেবিকাবৃন্দ জানিয়েছেন, বিলাইছড়িবাসী ধুতাঙ্গ ভান্তেকে আমন্ত্রণ (ফাং) করার পর গত ৯ জানুয়ারী ২০২১ইং তারিখ সাকলে তিনি ‘আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহার‘ থেকে বিলাইছড়ির ধুপশীলস্থ ‘ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র’ এ গমণ করেন সেখানে ধর্মীয় নানান আচার অনুষ্ঠানসহ বৌদ্ধ সমাজ তথা মানবকল্যাণে তাঁর ধর্মদেশনা এবং বিবিধ পূর্জা, সংঘদান অনুষ্ঠান এবং বিহার উন্নয়নের কাজ দেখভাল করেন। এছাড়াও উপাসক-উপাসিকা ও সেবক-সেবিকাবৃন্দ গত ২০ মার্চ ধূতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মাহাথের এর ৩৯তম জন্মদিবস পালন করেন। ধর্মীয় নানা অনুষ্ঠানের মাধ্যমে মহা এই ধুতাঙ্গ সাধক এর জন্মদিন পালন করা হয়। তাঁর জন্মদিন উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬ হাজার পূর্ণাথীসহ উপাসক-উপাসিকা ও সেবক-সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উপাসক-উপাসিকা ও সেবক-সেবিকাবৃন্দ স্থানীয় প্রশাসন সহ আইন সৃংখলাবাহিনীর সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সত্যের উপর দন্ডায়মান সাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তেকে বন্দনা জানিয়ে দেব মানব পূজ্য ধুতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাথের ধম্মোউপদেশে সেদিন বলেছেন, অকূশল চিত্ত নিজের বা অন্যের দুঃখের উৎপত্তি ঘটায়। মানব মঙ্গলের জন্য সম্প্রদায়ের বেড়াও তুলে দিতে হবে। আমার সাধন জীবন বিলাইছড়ি ও জুরাইছড়ি থেকেই শুরু। আমি আপনাদের দেয়া দানা-পাানি গ্রহন করেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞও এবং আমার সাধন জীবনে বৌদ্ধ-হিন্দু-মুসলিম-খ্রীষ্টানদের প্রতিও কৃতজ্ঞ। আপনাদের কাছ থেকে আমি এত উপকার নিয়েছি এবং পেয়েছি অবশ্যই আপনাদের দুঃখ মুক্তির পথ সুগম হবে। আমি যত দিন বেঁচে থাকবো আপনাদের উপর আমার ছায়া থাকবে।
এদিকে বান্দরবানস্থ ‘আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহার’ এর প্রধান সেবিকা হ্যাপী চাকমা জানিয়েছেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ধূতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মাহাথের ২৩এপ্রিল বান্দরবান ফিরবেন। তবে করোনা ভাইরাস সংক্রমণ এর কারনে বর্তমানে লকডাউন পরিস্থিতিতে ধূতাঙ্গ সাধক এর বান্দরবান ফিরে আসার বিষয়টি বিলম্বিতও হতে পারে এরপরও সময় ও তারিখ ঠিক রাখতে প্রশাসনের সহযোগীতা চাওয়া হচ্ছে। সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে যদি না বাড়ানো হয় তাহলে নির্দিষ্ট তারিখেই তিনি বিহারে ফিরে আসবেন। প্রধান সেবিকা হ্যাপী চাকমা সকলের সহযোগীতাও কামনা করেন।