[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

সাধন জীবনে বৌদ্ধ-হিন্দু-মুসলিম-খ্রীষ্টানদের প্রতিও কৃতজ্ঞ

ড. এফ দীপংকর মহাথের আগামী ২৩ এপ্রিল বান্দরবান ফিরছেন

১৪১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পূজনীয় আর্য্য শ্রাবক সাধনানন্দ মাহস্থবীর বনভান্তের একমাত্র অনুসারী দেব মানব পুজ্য অরণ্য বিহারী,শ্মশানচারী, ত্রি-চীবরধারী পাংশুকুলিক ধূতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মাহাথের আগামী ২৩ এপ্রিল বান্দরবানস্থ আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারে ফিরছেন। দীর্ঘ ৭৩ দিন ধর্মীয় সফর শেষ করে তিনি বিলাইছড়ির ধুপশীলস্থ ‘ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র’ থেকে বান্দরবান ফিরে যাচ্ছেন বলে বিহার পরিচালনার উপাসক-উপাসিকা এবং সেবক-সেবিকাবৃন্দ তাঁর ফিরে যাওয়ার বিষয়টি বৃহস্পতিবার (১৫এপ্রিল) নিশ্চিত করেছেন।

‘ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র’ উপাসক-উপাসিকা ও সেবক-সেবিকাবৃন্দ জানিয়েছেন, বিলাইছড়িবাসী ধুতাঙ্গ ভান্তেকে আমন্ত্রণ (ফাং) করার পর গত ৯ জানুয়ারী ২০২১ইং তারিখ সাকলে তিনি ‘আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহার‘ থেকে বিলাইছড়ির ধুপশীলস্থ ‘ধর্মপ্রিয় আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র’ এ গমণ করেন সেখানে ধর্মীয় নানান আচার অনুষ্ঠানসহ বৌদ্ধ সমাজ তথা মানবকল্যাণে তাঁর ধর্মদেশনা এবং বিবিধ পূর্জা, সংঘদান অনুষ্ঠান এবং বিহার উন্নয়নের কাজ দেখভাল করেন। এছাড়াও উপাসক-উপাসিকা ও সেবক-সেবিকাবৃন্দ গত ২০ মার্চ ধূতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মাহাথের এর ৩৯তম জন্মদিবস পালন করেন। ধর্মীয় নানা অনুষ্ঠানের মাধ্যমে মহা এই ধুতাঙ্গ সাধক এর জন্মদিন পালন করা হয়। তাঁর জন্মদিন উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬ হাজার পূর্ণাথীসহ উপাসক-উপাসিকা ও সেবক-সেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উপাসক-উপাসিকা ও সেবক-সেবিকাবৃন্দ স্থানীয় প্রশাসন সহ আইন সৃংখলাবাহিনীর সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সত্যের উপর দন্ডায়মান সাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তেকে বন্দনা জানিয়ে দেব মানব পূজ্য ধুতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাথের ধম্মোউপদেশে সেদিন বলেছেন, অকূশল চিত্ত নিজের বা অন্যের দুঃখের উৎপত্তি ঘটায়। মানব মঙ্গলের জন্য সম্প্রদায়ের বেড়াও তুলে দিতে হবে। আমার সাধন জীবন বিলাইছড়ি ও জুরাইছড়ি থেকেই শুরু। আমি আপনাদের দেয়া দানা-পাানি গ্রহন করেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞও এবং আমার সাধন জীবনে বৌদ্ধ-হিন্দু-মুসলিম-খ্রীষ্টানদের প্রতিও কৃতজ্ঞ। আপনাদের কাছ থেকে আমি এত উপকার নিয়েছি এবং পেয়েছি অবশ্যই আপনাদের দুঃখ মুক্তির পথ সুগম হবে। আমি যত দিন বেঁচে থাকবো আপনাদের উপর আমার ছায়া থাকবে।
এদিকে বান্দরবানস্থ ‘আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহার’ এর প্রধান সেবিকা হ্যাপী চাকমা জানিয়েছেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ধূতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মাহাথের ২৩এপ্রিল বান্দরবান ফিরবেন। তবে করোনা ভাইরাস সংক্রমণ এর কারনে বর্তমানে লকডাউন পরিস্থিতিতে ধূতাঙ্গ সাধক এর বান্দরবান ফিরে আসার বিষয়টি বিলম্বিতও হতে পারে এরপরও সময় ও তারিখ ঠিক রাখতে প্রশাসনের সহযোগীতা চাওয়া হচ্ছে। সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে যদি না বাড়ানো হয় তাহলে নির্দিষ্ট তারিখেই তিনি বিহারে ফিরে আসবেন। প্রধান সেবিকা হ্যাপী চাকমা সকলের সহযোগীতাও কামনা করেন।