বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশন উদ্যেগে মাস্ক বিতরণ
॥ আকাশ মার্মা মংসিং বান্দরবান ॥
সারাদেশের ন্যায় বান্দরবানেও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
রবিবার (১১ এপ্রিল) সকালে বান্দরবান সদরের ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে বান্দরবান বাজার, মারমা বাজার, উজানী পাড়া, রাজার মাঠ, মাছ বাজারসহ বিভিন্ন অলি-গলি ঘুরে ঘুরে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন বীর বাহাদুর।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলুসহ বান্দরবানের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বীর বাহাদুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রী বলেন, দেশের করোনা ভাইরাস ভয়াবহ রুপ ধারণ করেছে,তাই আমাদের উচিত নিজেদেরকে স্বাস্থ্য মেনে চলাফেরা করা। প্রয়োজনে ছাড়া অপ্রয়োজনে বের হবেন নাহ। আমি চাই আমার জেলা মানুষগুলো ভালো থাকুক ও নিয়ম মেনে চলুক এটাই আপনাদের কাছে প্রত্যাশা।
এইদিকে মাস্ক বিতরণের পাশাপাশি এসময় সবাইকে করোনার দ্বিতীয় টেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান