সাংবাদিক টুক্কু’র বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোষ্ট দেওয়ায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিবাদ
॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যছড়ি প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক, জাতীয় দৈনিক ভোরের পাতা,চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ,ও কক্সবাজারে স্থানীয় দৈনিক সৈকত পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি,সিনিয়র সাংবাদিক ও সাহসী কলম সৈনিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু’র বিরুদ্ধে বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও আনিস কর্তৃক ভিত্তিহীন মন্তব্য ও মানহানিকর কূরুচিপূর্ণ ফেসবুকে পোষ্ট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব।
বৃহস্পতিবার (৮এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দীন খালেদ,উপদেষ্টা তসলিম ইকবাল চৌধুরী, সভাপতি শামিম ইকবাল চৌধুরী,সহ- সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক (ভাঃ) জাহাঙ্গীর আলম কাজল,সিনিয়র সাংবাদিক ইফসান খাঁন ইমন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম,তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ,সহ-ক্রীড়া সম্পাদক,মোঃ শাহীন,নির্বাহী সদস্য মুফিজুর রহমান,সানজিদা আক্তার রোনা,সিনিয়র সাংবাদিক মোঃ ইউনুছ,মাহামুদুল হক বাহাদুর,মোঃ তৈয়ব উল্লাহ,এম আবু শাহমা এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাইশারী বিএনপির প্রভাবশালী নেতা সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম এর ছেলে বর্তমান সরকারের হাইব্রিড নেতা একজন সুশিক্ষিত ব্যক্তি ও ইউনিয়ন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কালে একজন সৎ সাংবাদিকের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ও কুরুচিপুর্ণ পোষ্ট নিজে এবং তার এক সহকর্মীর মাধ্যমে দেওয়ায় জাতির ও সাংবাদিকদের সাথে বিশ্বাসঘাতকতা এবং হীন করার সামিল বলে মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও উক্ত কুরুচিপূর্ণ ও মানহানিকর পোষ্ট দেওয়ার বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় প্রেসক্লাব নেতারা কঠোর কর্মসূচী ঘোষণা করবেন বলে জানান।