সংকট না থাকলেও বাড়ছে মাস্ক ও স্যানিটাইজারের দাম
।। মোঃ আরিফুর রহমান ।।
বেশ কিছুদিন ধরেই করোনা ভাইরাসের সংক্রামণ বাড়ছে। মৃত ও আক্রান্তের সংখ্যা আগের দিনগুলির রেকর্ডও ভঙ্গ হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ২য় দফায় ১সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে। এর অংশ হিসেবে গত সোমবার থেকে শুরু হয়েছে লকডাউন।
এদিকে লকডাউন শুরু হতেই এর প্রভাব পড়েছে বাজারগুলোতে। বাজারে নিত্যপণ্য জিনিসপত্র হুড় হুড় করেইে বেড়ে চলেছে। ভাইরাস প্রতিরোধে ব্যবহৃত বিভিন্ন স্যানিটাইজার এর দাম নিচ্ছে চড়া। শহরের বাজারগুলো ঘুরে দেখা যায়, সব ধরণের সুরক্ষা সামগ্রীর দাম বেড়েছে। বড় সহ বিভিন্ন সাধারণ দোকান, ভ্রাম্যমাণ দোকান, ফার্মেসী থেকে শুরু করে সব জায়গাতেই মাস্ক ও স্যানিটাইজার বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। কোন উপায় না পেয়ে ক্রেতারাও বাধ্য হচ্ছেন তা ক্রয় করতে। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, পাইকাররা দাম বাড়িয়েছে তাই তাদেরকেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। ক্রেতারা বলছেন, সপ্তাহ খানেক আগেও প্রতি প্যাকেট মাস্ক ১০০ টাকা দিয়ে কেনা যেত সেটি এখন বেড়ে দাড়িঁয়েছে ১৮০ থেকে ২০০ শত টাকায়। ৪০ টাকার স্যানিটাইজার নিচ্ছে ৬০ টাকা। বেড়েছে হ্যান্ড গ্লাস্বের দামও। এতে অস্বস্তি বেড়েছে মানুষের মাঝে। প্রয়োজনীয় জিনিসগুলির দাম স্বাভাবিক রাখতে তারা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।