কাপ্তাইয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ,আটক ধর্ষক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিয়োগে অমল তালুকদার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ওয়া¹া ইউনিয়নের তালুকদার পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, গত রবিবার সকালে অভিযুক্ত অমল তালুকদার বিস্কুটের প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা শিশুটির পরিবার জানতে পারলে সোমবার রাতে শিশুটির বাবা কাপ্তাই থানায় মামলা দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে ধর্ষক অমল তালুকদারকে আটক করে পুলিশ। আটককৃত যুবক উপজেলার ওয়া¹া ইউনিয়নের তালুকদার পাড়া দোলন্যা মুখ এলাকার শান্তি তালুকদারের ছেলে এবং শিশুটি একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত যুবককে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।