বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বান্দরবান নুমে মার্মা গোল্ড মেডেল জয়ী
॥ আকাশ মার্মা মংসিং বান্দরবান ॥
বান্দরবানে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কারাতে গেমস শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে বান্দরবান জেলা পরিষদ নবনির্মিত অডিটোরিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে নৃত্য পরিবেশন হয়। পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বঙ্গবন্ধু কারাতে গেমস উদ্বোধন করেন।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও কারাতে ফাউন্ডেশন সাধারন সম্পাদক ক্যশৈহ্লা, সেনাবাহিনী রেজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ান জেনারেল জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আক্তার, সিভিল সার্জন অশৈপ্রু, গণমান্য ব্যক্তি বর্গ সহ সাংবাদিকবৃন্দ ও প্রমুখ।
প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে আজ বঙ্গবন্ধু ৯ম গেমস শুরু করেছে। দেশের বাইরে যেন প্রতিযোগীদের অংশগ্রহনে সুযোগ পায় ও বঙ্গবন্ধু সোনার বাংলাকে যেন মুখ উজ্জ্বল করে ফিরতে পারে সেই প্রত্যাশা রাখি। সকল প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়ে ও পাশাপাশি সামাজিক দুরত্ব মেনে চলার আহব্বান জানান।
এইদিকে সকালে অনুষ্ঠানে এককাতায় রেডবেল্ডে বান্দরবান ক্রীড়া প্রতিযোগী নুমে মার্মা গোল্ড মেডেল জয় লাভ করেন। পরে প্রধান অতিথি উপস্তিত থেকে বিজয়ীদের মাঝে মেডেল পরিয়ে দেন।
এইদিকে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ কারাতে গেমসের কাতা ও কুমিতে মোট ১৯টি ইভেন্টে বিভিন্ন জেলাজুড়ে দেরশত জন প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। তবে সামাজিক দুরত্ব বজায় রেখে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে।