[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ে শান্তিচুক্তির ধারা বাস্তবায়নে কাজ করছে সরকার…পার্বত্য সচিব

৮৫০

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

পাহাড়ে শান্তিচুক্তির ধারা বাস্তবায়নে কাজ করছে সরকার এমন মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জাতির কথা মাথায় রেখে দেশের উন্নয়নে কাজ করছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গঠনে এসডিজি বাস্তবায়ন করতে হলে সমউন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা পৌরসভা হলরুমে মাটিরাঙ্গা পৌরসসভার মেয়র, কাউন্সিলর ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ রাকিবুল হাসান, প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

এর আগে মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এসডিজি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম ।

এসময় চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী ও ইউএনডিপির প্রিয় তোষ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম মাটিরাঙ্গা পৌরসভায় পৌঁছলে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তাঁকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।