দীঘিনালায় নিয়ন্ত্রন হারিয়ে চাল বোঝাই ট্রাক দূর্ঘটনার কবলে
॥ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় নিয়ন্ত্রন হারিয়ে চাল বোঝাই ট্রাক দূর্ঘনার কবলে পড়েছে। বৃহস্পতিবার(১এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের নয়মাইল নামক এলকায় চট্রগ্রাম থেকে চাল নিয়ে আসা ট্রাকটি ঢিলা নামার পথে মোড়ে নিয়ন্ত্রন হারালে চালক কৌসলে পাহাড়ে মেরে দেয় এতে করে ট্রাকটি সম্পূর্ন ভাবে উল্টে যায়। অল্পের জন্য চালক ও গেহলপার প্রাণ রক্ষা পায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, চাল বেঝাই ট্রাকটি মোড়ে এসে হঠাৎ করে দেখি পাহাড়ে গায়ে পেয়ে দিয়েছে, পাহাড়ে গায়ে আঘাতে কারনে ট্রাকটি থেমে যায় এবং উল্টে যায়। স্থানীয় জনগন এসে চালক ও হেলপারকে গাড়ির সামনে গ্লাস ভেঙ্গে বের করে।
ঘটনা স্থল পরির্দশন করে দীঘিনালা থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব বলেন, চাল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য যে, দীঘিনালা- খাগড়াছড়ি সড়কে ১৮কিলোমিটারে ছোট-বড় ৫২টি ডানে-বামে বাঁক রয়েছে। এই বাঁকের কারনে প্রতিনিয়ত দূর্ঘনা ঘটে।