বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত-১
॥ নিজস্ব প্রতিবেদক ॥
জেলার বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া এলাকায় অস্ত্রধারীদের গুলিতে জেএসএস এর প্রতিপক্ষ (সংস্কারপন্থী) এক কর্মী নিহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার শেষ রাতের দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেএসএস এর প্রতিপক্ষ (সংস্কারপন্থী) উভয় পক্ষের অস্ত্রধারীরা আধিপত্য তিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার শেষ রাতের দিকে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস সংস্কার দলে কর্মী বিশ^মিত্র চাকমা প্রকাশ যুদ্ধ চাকমা নিহত হয়। এ ঘটনায় সেখানে ভীতির মধ্যে রয়েছে সাধারণ জনগন।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন হত্যাকান্ডের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।