ভাংচুর ও নাশকতার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও পবিত্র জুমার দিনে বায়তুল মোকাররম মসজিদের সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ।
রবিবার (২৮মার্চ) বিকাল ৪.৩০মিনিটে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রিজার্ভ বাজার এলাকা থেকে শহরের প্রেস ক্লাব ও পুলিশ সুপারের কার্যালয় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দোয়েল চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সমাবেশে জেলা, শহর, সদর স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ছাওয়াল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাজাহানের সঞ্চালনায় সমাবেশে জেলা আওয়ামী যুব লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক মোঃ কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর করিম, জেলা ছাত্রলীগের যুগ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা প্রমুখ বক্তব্য রাখেন।
সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত উপড়ে ফেলতে ও তাদের প্রতিহত করতে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমাবেশে ছাওয়াল উদ্দিন বলেন, যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, তারাই বাংলাদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর বারবার তারা পরাজিত হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। তাই যেখানেই এই মৌলবাদী, জামায়াত-বিএনপি চক্র বাংলাদেশকে নিয়ে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করবে, সেখানেই তাদের প্রতিহত ও গণধোলাই দেবে স্বেচ্ছাসেবক লীগ। তিনি উগ্র মৌলবাদী ও জামায়াত-বিএনপি অপশক্তিরা যেখানেই ষড়যন্ত্র করবে সেখানেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান।
সভায় বক্তারা আরো বলেন, পবিত্র মসজিদ বায়তুল মোকাররমে উগ্র সাম্প্রদায়িক চক্রের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সাধারণ মুসল্লিদের ওপর হামলা করে, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা শুরু করে! ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে হবে। বাংলার উগ্র সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না। সাম্প্রদায়িক অপশক্তি চক্রের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তাদের প্রতিহত করতে সারাদেশের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।