দেশ ব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
দেশ ব্যাপী ভাঙ্গচুর,অগ্নিসংযোগ সহ নৈরাজ্য সৃষ্টি করার প্রতিবাদে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ মার্চ) বিকালে বিক্ষোভ মিছিল টি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর এলকার প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা চত্বর এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে একই সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও পৌর শাখা কর্তৃক আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী।
প্রতিবাদ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তসলিম উদ্দিন রুবেল,পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বাবুল মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন প্রমুখ বক্তব্য রাখেন।
স্বাধীনতা বিরুধীরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে মন্তব্য করে বক্তারা বলেন,তাদের এসব অপশক্তিকে রুখে দিতে হবে। এ দেশে স্বাধীনতা বিরোধীদদের কোন ঠাঁই নাই। বাংলার মাটিতে তাদের এসব অপতৎপরতা কোনোদিন বাস্তবায়ন করতে দেয়া হবে না। ভবিষ্যতে এসব বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
এ সময় খাগড়াছড়ি পার্বত্যজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিরণজয় ত্রিপুরা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ তালুকদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।