[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির চম্পক নগরে বিদ্যুৎ সংযোগ নিয়ে বাকবিতন্ডা ও মারমারিতে ২ জন আহত

১৪৪

।। নিজস্ব প্রতিবেদক ।।
শহরের চম্পক নগর এলাকায় অন্যের বাসায় বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি ও মারামারিতে দুই জন আহত হয়েছে। এ ঘটনায় মালিকপক্ষ ও ভাড়াটিয়ার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৫) মার্চ দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয়রা জানান, শিশির বিন্দু বড়ুয়া প্রকাশ বাবুল বড়ুয়ার ভাড়াটিয়া বিজয় মন্ডলের বাসায় হঠাৎ বিদ্যু বিভাগের কিছু কর্মী নতুন লাইন সংযোগ দিতে যায়। এতে করে শিশির বিন্দু বড়ুয়া প্রকাশ বাবুল বড়ুয়ার স্ত্রী, পুত্ররা আপত্তি জানায়, কেননা বিজয় মন্ডল দীর্ঘ বছর মালিক পক্ষের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে আসছে এবং এখনো সংযোগ রয়েছে। কিন্তু বিজয় মন্ডল তাদের ভাড়াটিয়া হয়ে জনৈক নিহার কান্তি দাশ এর জায়গা এবং তিনি তার কেয়ার টেকার দাবি করে প্রায় চার বছর কোন ভাড়া এবং বিদ্যুৎ বিল প্রদান না করেই দাপটের সহিত বসবাস করেই যাচ্ছে। ভাড়া দাবি করা হলে উল্টো ধমক দিয়ে মামলা মকদ্দমার করে আসছে। স্থানীয়রা জানান, নিহার কান্তি দাশ নামের কোন ব্যক্তি বিগত চল্লিশ বছরে সেখানে বসবাস করতো না তার কোন জায়গা আছে বলে কেউ জানেও না। বাবুল বড়ুয়ার পরিবার অসহায় বলে তাদের উপর পুঁজিপতি ও রাজনৈতিক দলীয় সাঙ্গপাঙ্গদের ব্যবহার করে অর্থের দাপটে নিহার কান্তি দাশ এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে। কিন্ত কে এই নিহার কান্তি দাশ কেউ চিনতে পারছে না।

স্থানীয়রা আরো জানান, তার কোন জায়গা জমি থাকলে সেটা বুজিয়ে দেয়া ভুমি প্রশাসন এর কাজ, কিন্তু তিনি দীর্ঘ বছর ধরেই মামলা মোকদ্দমা করে অসহায়দের হয়রানি এবং উচ্ছেদ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের ঘটনাও তাই করা হয়েছে। অপরদিকে শিশির বিন্দু বড়ুয়া প্রকাশ বাবুল বড়ুয়ার স্ত্রী সঞ্জু বড়ুয়া জানান, ঘটনার সময় তিনি ও তাঁর ছেলেরা কেউ বাড়িতে ছিল না। নিহার কান্তি দাশের প্ররোচনায় আমার ভাড়াটিয়া বিজয় মন্ডল হয়রানিসহ নানা মামলায় বিষয়ে কোর্টে ছিলেন। এরই ফাঁকে বিদ্যুৎ বিভাগের কিছু লোক বাড়িতে গিয়ে তার ভাড়াটিয়া বিজয় মন্ডলের বাসায় নতুন মিটার বসাতে গেলে আশপাশের লোকজন ও ছেলেরা বাঁধা দেয়। এসময় আমার পাশ্ববর্তী সন্ধ্যা রানি দাশ ও তাঁর ছেলে বাবুল দাশ তাদের পক্ষে কথা বলায় বিজয় মন্ডল পিছন থেকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে। এতে বাবুলের মাথা ফেটে যায় এ নিয়ে ব্যপক ঝগড়া হয়। মারামারিতে এক পর্যায়ে বিজয়মন্ডলও আঘাত প্রাপ্ত হয়।

অপর দিকে সঞ্জু বড়ুয়া’র ছেলের স্ত্রী বিথিকা বড়ুয়া জানান, বিদ্যুৎ বিভাগ যদি নতুন সংযোগই দেয় তাহলে লাইনের কেবলও নতুন এবং মজবুত হওয়ার কথা কিন্তু বাসার ওয়ারিং এর কাজের তার দিয়ে বিদ্যুৎ বিভাগের লোক কিভাবে সংযোগ দিতে এসেছেন। তিনি আরো বলেন, তাঁর স্বামী শাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে নিহার কান্তি দাশ ও বিজয় মন্ডল মিলে রাজনৈতিক লোকদের ব্যবহার করে এবং জোরপূর্বক ভাড়াটিয়ার বাসায় বিদ্যুৎ সংযোগ নিতে চেয়েছেন। এ ঘটনায় অন্যরা বাঁধা দিলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এদিকে নতুন বিদ্যুৎ সংযোগ বিষয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার এর সাথে চেষ্টা করেও তাঁকে ফোনে পাওয়া যায় নি। অবশ্য এ বিষয়ে তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কামাল উদ্দীন আহমেদ’কে জানালে তিনি বলেন, কোন গ্রাহক চাইলেই তাকে সংযোগ দেয়া পিডিবির কাজ তবে কোন আপত্তি থাকলে তা যাচাই বাচাই করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আহত বাবুল দাশ তার উপর হামলার ঘটনায় বিকালে থানায় অভিযোগ দায়ের করতে গেলে বিষটি তদন্তের জন্য কতোয়ালীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন জনের সাথে কথা বলে তার ব্যবস্থা নেবেল বলে তদন্ত কর্মকর্তা মোঃ ওসমান জানিয়েছেন।