[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত

৮৪

॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে গণহত্যা ও মুক্তিযুদ্ধের সৃতিচারন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হাওলাদার,উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার,মোঃ খলিলুর রহমান,মাটিরাঙ্গা উপজেলার সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হাশেম, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মুক্তিযুদ্ধকালীন গণহত্যার বিভিন্ন ঘটনার বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন,তারা বলেন,১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যাকাণ্ডই ছিল না,এটা ছিল মূলত বিশ্বসভ্যতায় এক জঘন্যতম গণহত্যার।
মাটিরাঙ্গা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা মোঃ মনছুর আলী মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যার বিভৎস অভিজ্ঞতার কথা বর্ণনা দিয়ে বলেন,২৫ মার্চ নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হত্যাকান্ড চালানো,এটি ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা। ২৫শে মার্চ শাহাদাত বরণকারীদের সর্বোচ্চ আত্মত্যাগ,বাঙালি জাতিকে গৌরবময় মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে অনুপ্রাণিত করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রীয়ভাবে দিনটি পালনের অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়াও ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশের ন্যায় মাটিরাঙ্গায় প্রতীকী ‘ব্ল্যাক -আউট’পালন করা হবে।

তাছাড়া ২৫ মার্চ রাতে সব সরকারি,বে-সরকারি স্বায়ত্তশাসিত এবং ব্যাক্তিমালিকানাধীন ভবন ও গুরুত্বপূর্ণ ভবন সমূহে আলোকসজ্জা করা যাবে না মর্মে বলা হয়েছে।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার ববি,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,জনপ্রতিনিধি,রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য,নবীনগর উন্নয়ন ক্লাব,বন্ধু জুনিয়র,বিএমকে যুব উন্নয় ক্লাব,সহ বিভিন্ন সামাজিক সংগঠন তরুন প্রজন্মের অনেকে উপস্থিত ছিলেন।