কাপ্তাইয়ে গণহত্যা দিবস পালিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
শ্রদ্ধা আর ভালোবাসায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(২৫ মার্চ) সকাল ১০ টায় কাপ্তাই প্রজেক্ট এলাকায় ৭১ এর যুদ্ধকালীন সময়ে নিহত সকল শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের বিভিন্ন কার্যক্রমের সূচনা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই পিডিবির ব্যবস্হাপক আব্দুজ্জাহের,সহকারী কমিশনার (ভুমি) মাইনুল হাসান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় অন্যান্যদের মধ্যে, সহকারী কমিশনার (ভুমি) মাইনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।
এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার উপর নির্মিত প্রামাণ্যচিত্র ” একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি” প্রর্দশন করা হয়।