রাঙ্গামাটিতে করোনা জনসচেতনতায় মাঠে পুলিশ
॥ নিজস্ব প্রতিবেদক॥
করোনা মহামারির দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করছেন পুলিশ।
বুধবার (২৪মার্চ) সকালে শহরের বনরূপাস্থ বিভিন্ন স্থানে মাইকিং ও মাস্ক বিতরণ করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
তিনি বলেন, করোনাকালীন সময় নিজেকে নিরাপদ রাখার জন্য এবং অপরকে নিরাপদ রাখার জন্য মাস্ক অতি আবশ্যক জিনিস। সুতারাং,সবাইকে মাস্ক পরিধান করতে হবে। নিজেকে সেইভ রাখতে হবে এবং অন্যকে সেইভ করতে হবে। যাতে সকলে করোনা মুক্ত থাকতে পারি এবং বাংলাদেশকে করোনা মুক্ত করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ কবির হোসেন সহ পুলিশ সদস্যরা।