বরকল উপজেলা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত অবস্থায় উমাপ্রু মারমা নামে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর।
বুধবার (২৪ মার্চ) সকালে তদন্ত কমিটি গঠনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর মৃত্যুর ঘটনাটি সম্পর্কে জানতে রাঙ্গামাটি থেকে চলে আসে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দল। তদন্ত কমিটির সদস্যর মধ্যে রয়েছেন রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীতিশ চাকমা,মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডাঃ মোস্তফা কামাল ও রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা।
উল্লেখ্য,গত ২০শে মার্চ শনিবার সন্ধ্যা ৩টা ৪৫ মিনিটে বরকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে শিশুটিকে ভর্তি করানো হয়। পরের দিন সন্ধ্যায় চিকিৎসকদের দায়িত্ব অবহেলার কারণে হাসপাতালে ভর্তিরত অবস্থায় ৪ মাস বয়সের শিশুর মৃত্যু ঘটে বলে এমন অভিযোগ করেন শিশুটির পরিবার। মৃত শিশু বরকল কিয়াং পাড়ার মংবুই মারমার প্রথম কন্যা উমাপ্রু মারমা (০৪ মাস)।
তদন্তের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান, শিশু মৃত্যুর ঘটনা তদন্তের জন্য গতকাল রাঙ্গামাটির জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। আজকে সকালে রাঙ্গামাটি থেকে তদন্ত দল বরকল হাসপাতালে চলে আসলে মৃত শিশু পরিবারের সাথে তারা কথা বলে। এরপর একজন একজন করে ঘটনার দিনে উপস্থিত থাকা হাসপাতালে কর্মরত ডাক্তার-নার্স এবং প্রত্যক্ষদর্শীদের সাথে তদন্ত দল কথা বলেছেন বলে ডাঃ মংক্যছিং সাগর গণমাধ্যমকে জানান।
তদন্ত কমিটির এক সদস্যর সাথে ঘটনার তদন্ত বিষয়ে কথা বললে এ ব্যাপারে তিনি গণমাধ্যমের কাছে মুখ খোলেননি। এ ব্যাপারে যা কিছু বলার রাঙ্গামাটির সিভিল সার্জন বলবেন বলে তিনি গণমাধ্যমকে জানান।