দীঘিনালায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
॥ সোহেল রানা দীঘিনালা ॥
‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ প্রতিপাদ্যকে ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২১ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪মার্চ) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে এ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। দীঘিনালা ফায়ার সার্ভিস, যুব রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটসের সমন্বয়ে মহড়া অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইনুদ্দীন, উপজেলা প্রোগ্রামার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবলা দাশ, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।
মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, সকল ভয়কে জয় করে সকল দূর্যোগকে মোকাবিলা করতে হবে। কৌশল আর কিছু নিয়ম কানুন জানা থাকলে বড় ধরনে দূর্ঘনা থেকে জীবন বাচানো যায়। কোন দূর্যোগ বলে কয়ে আসে না সাহসিকতার সাথে ধৈর্য ধরে মোকাবেলায় করতে হবে।