[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় মুখে মাস্ক না থাকায় ১৮ জনকে জরিমানা

৪১

।। আবুল হাসেম,মাটিরাঙ্গা।।

করোনার বিস্তার রোধে মুখে মাস্ক পরিধান না করায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ জনকে জরমিানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ২২ র্মাচ রবিবার বিকালে মাটিরাঙ্গা বাজারের বিভিন্নেন স্থানে এ অভযিান পরিচালনা করনে মাটরিাঙ্গা উপজলো সহকারী কমশিনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

অভযিানে মাস্ক পরিধান না করায় পথচারী,ব্যাবসায়ী সহ ১৮ জনকে ৩ হাজার ২শত টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি বিনামূল্যে মাস্কও বিতরণ করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, দেশে আবারো করোনার প্রকোপ বেড়েছে। সংক্রমণ এড়াতে মুখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন। তাই জনসচেতনতা বৃদ্ধি করতে অভিযান পরিচালনা করা হচ্ছে । স্বাস্থ্য বিধি মানতে এ অভিযান চলমান থাকবে বলওে জানান তনি।