মানিকছড়িতে ভূমিকম্প ও অগ্নি-নির্বাপক মহড়া অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার হবে দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি-নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিরার (২১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
লক্ষীছড়ি ফায়ার সার্ভিস দলনেতা মোঃ ছলিম উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মহড়ায় ভূমিকম্প, অগ্নিকান্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার বিভিন্ন কলাকৌশল সকলের সামনে উপস্থাপন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা প্রকৌশললী আব্দুল খালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।