[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লংগদুতে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভারাঙ্গামাটির লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে মতবিনিময় সভামানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দরাবিপ্রবির শিক্ষক সংকট অনেকটাই নিরসন হয়েছে: ভাইস চ্যান্সেলররাঙ্গামাটিতে ব্যবসায়ীর ত্রি-খণ্ডিত লাশ উদ্ধার, ঘাতক স্বামী-স্ত্রী ফেফতারবান্দরবানের লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুনবান্দরবানে রাতের অন্ধকারে জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুরআলীকদমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণবান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি সহ ৩ জনের মৃত্যু, আহত-৭দীঘিনালায় উদ্ধার করা ময়না ও টিয়া পাখি বনে অবমুক্ত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত -১

৪৯

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবান রোয়াংছড়ি বাসষ্ট্যান্ড উপরে লেমুঝিড়ি আগা পাড়া বাইক মুখোমুখী সংঘর্ষে একজন আহত হয়েছে। আহতরা হলেন, জয় দাশ (২৬) তার বাড়ি ৩নং ওয়ার্ডের কালাঘাটা হালিয়া পাড়া। তিনি গ্যারেজে বস হিসেবে কাজ করেন। শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়ও পুলিশ সুত্রে জানা যায়, বান্দরবান রোয়াংছড়ি বাসষ্ট্যান্ট হতে কালাঘাটা দিকে ঢাকা মেট্রো -হ ৪৯১৮২৫ গাড়িটি ধীরে যাচ্ছিলেন হঠাৎ বিপরীত মুখী বাইকটি গাড়ি টেষ্ট করতে কালাঘাটা হতে জোড়ে টান দিয়ে বান্দরবান উদ্দেশে যাওয়ার সময়, যার গাড়ি নং কক্সবাজার ল-১১-০২১৩ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী বাইক সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত ব্যক্তি জয় (২৬) কে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বান্দরবান সদর থানা এস আই গোবিন্দ ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে দুইটি বাইককে থানা নেওয়া হয়েছে।