[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

ভারতের ঠেগা সীমান্তে “মৈত্রী সাইক্লিং” অনুষ্ঠান সম্পন্ন

৯৩

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

ভারতের ঠেগা সীমান্তে বিএসএফ ও বিজিবি’র যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী বন্ধন ধরে রাখতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী “মৈত্রী সাইক্লিং” প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে ভারতের পক্ষে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) ৬০ ব্যাটালিয়ন ও বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ ব্যাটালিয়ন অংশ নেন।

জানা যায়, গত জানুয়ারি ১০ তারিখে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) এর তত্বাবধানে এবং এ.সি জিতেন ধর সিং এর নেতৃত্বে বাংলাদেশ- ভারত ১নম্বর পিলার পশ্চিম বাংলা পানিতা নামক এলাকা থেকে বিএসএফ এর ৬০ ব্যাটালিয়নের শিলকুর ক্যাম্প পর্যন্ত ৪ হাজার কিলোমিটার দূরত্বে সীমান্ত রাস্তায় “মৈত্রী সাইক্লিং” যাত্রা শুরু করা হয়। এরপর মৈত্রী সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠানটি ৬৭ দিবসের মধ্যে সম্পন্ন করা হয়।

বুধবার(১৭মার্চ) সকালে ভারতের বর্ডার সীমান্ত এলাকায় ৬০ ব্যাটালিয়ন (বিএসএফ) এর অধিনস্থ শিলকুর ক্যাম্পে “মৈত্রী সাইক্লিং” সমাপনী সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে বাংলাদেশ দক্ষিণ পূর্ব সদর দপ্তরের চট্টগ্রাম এর রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন ও ভারতের পক্ষে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর ডিজি এস.এইচ রাকেশ অ্যাস্টানা প্রতিনিধিত্ব করেন।

সভার শুরুতেই সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভ্যর্থনা জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকার ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যাণার্জী ও চট্টগ্রামের সহকারী হাইকমিশনার উদৎ যাহা সহ রাঙ্গামাটি সেক্টর কমান্ডান কর্ণেল সাহীদুর রহমান ওসমানী,১২বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল এসএম শফিকুর রহমান, ছোটহরিণা ব্যাটালিয়ন (বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুস সাকিব পলাশ সহ বিজিবি ও বিএসএফ এর কর্মকর্তাবৃন্দ,বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বিজিবি ও বিএসএফ এর পক্ষ থেকে রিজিয়ন কমান্ডার ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।