বরকলে ডেইরী খামারী’র কৃত্রিম প্রজনন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকল উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ কার্যক্রম ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পে আওতায় উপজেলা পর্যায়ে নির্বাচিত ৪০জন ডেইরি খামারিদের নিয়ে ৩দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬মার্চ) সকালে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কার্যালয়ের কনফারেন্স কক্ষে সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা পলি রাণী ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার দের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক রাঙ্গামাটি জেলার প্রাণি সম্পদ বিভাগের জেলা কর্মকর্তা ডাঃ বরুণ কুমার দত্ত।
উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা পলি রাণী ঘোষ জানান, বরকলের উপজেলা পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে নির্বাচিত ডেইরি খামারিদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আর এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খামারীরা কৃত্রিম প্রজননের ফলে কি পরিমাণ লাভবান হওয়া যায় এ বিষয়ে সম্পর্কে তাদের জানার সুযোগ হয়েছে। এখন তারা কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গরু উৎপাদন করতে পারবে আমার দৃঢ় বিশ্বাস । একপর্যায়ে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উপ-সহকারি কর্মকর্তা সমীরণ কান্তি মহাজন,উপ-সহকারী কর্মকর্তা লোকশোভা চাকমা,উপ-সহকারী কর্মকর্তা দীপন চাকমা সহ প্রাণি সম্পদ বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।