[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়ি কাচালং নদীর ভাঙ্গনে হুমকির মুখে প্রায় ৬০ পরিবারমাটিরাঙ্গায় মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ ক্যাম্পে ব্যাপক সাড়ামানিকছড়িতে কৃষকের সেবা নিশ্চিত করণের লক্ষ্যে মতবিনিময়বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধাররাঙ্গামাটির লংগদুতে মোটরসাইকেল দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুআলীকদমে পিআইও’র বিরুদ্ধে চেয়ারম্যান ও মেম্বারদের অবস্থান কর্মসূচিবিএনপি সম্প্রীতি, উন্নয়ন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিশ্বাসীরামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানে জরিমানাকাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক জাহেদুল এর বাবার ইন্তেকালজুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে কাপ্তাই নৌবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদম নয়াপাড়া ইউনিয়নে দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

৪৫

॥ সুশান্ত কান্তি ততঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মোট ৬০৭ জন দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি র্কাড ও জন প্রতি মাসিক ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে আলীকদম ৩নং ইউনিয়ন পরিষদে ভিজিডি র্কাড ও চাল বিতরণ কার্যক্রমে ৩নং নয়াপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মার সভাপত্বিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মংব্রাচিং মার্মা সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, আলীকদম উপজেলা শাখা, ট্যাক অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন আলীকদম পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মানস নন্দী,নয়াপড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ইছাক মেম্বার, হামিদ মেম্বার,মহিলা ইউপি সদস্য ইয়াসমিন আক্তার প্রমুখ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোগ্য মার্মা বলেন, “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্যকে নিয়ে অসহায় দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ত্রিশ কেজি চাল বিতরণ করা হবে। পাশাপাশি দুঃস্থ মহিলাদের নিকট থেকে দুই শত টাকা করে সঞ্চয় হিসেবে জমা নিয়ে দুই বছর মেয়াদ শেষে এককালীন ফেরত দেওয়া হবে। যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে। এজন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।